lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-24T10:41:04Z
সারাদেশ

নোয়ারাই ইউপি'র উন্নয়নের দাবি নিয়ে এমপি'র কাছে লন্ডন প্রবাসী - BD Prokash

Advertisement


সোহেল মিয়া,ছাতক-দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


এলাকার উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করেছেন  খালেদুর রহমান খালেদ নামে এক যুক্তরাজ্য কমিউনিটি নেতা। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারাবাজার) আসনে।



এলাকার উন্নয়ন বাস্তবায়নের দাবি নিয়ে যাওয়া ওই প্রবাসীর বাড়ি ছাতক উপজেলার নোয়ারাই ইউপির সিঙ্গেরকাছ গ্রামে,খালেদুর রহমান খালেদ নোয়ারাই ইউপি'র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। 



মঙ্গলবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি'র ঢাকাস্থ বাসায় গিয়ে তিনি সৌজন্যে সাক্ষাৎ করেন ও সংসদ ভবন ভ্রমন করেন। 



আলোচনা করেন সাংসদের দেওয়া এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তুলে দরেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও নোয়ারাই ইউপি'র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান খালেদ ।



স্থানীয় সূত্রে জানা যায়,এলাকার মানুষের সেবা করার চিন্তা মাথায় নিয়ে বছরের কয়েকবার লন্ডন থেকে দেশে আসেন  নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা  সমাজ সেবক খালেদুর রহমান খালেদ। দেশে থাকাকালীন এলাকাবাসীদের নিয়ে এলাকার উন্নয়নের জন্য সবসময় পরামর্শ করেন ও নিজ উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় কিছু কর্মসূচী বাস্তবায়ন করেন এই প্রবাসী কমিউনিটি নেতা।  এতে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে দেশে এসেছেন তিনি। এতে রমজান মাসে এলাকর সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সাধ্য মতো ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। ঈদ পরবর্তী (২০ এপ্রিল) এলাকাবাসীদের সম্মানে দুপুরের খাবার আপ্যায়ন করেন তিনি। এসময় পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষদের সেবা করার লক্ষ্যে এলাকাবাসীদের সাথে আলোচনা করেন।