lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-26T06:57:14Z
আইন ও আদালত

আমতলীতে দুই ব্যক্তিকে কারাদন্ড - BD Prokash

Advertisement

 

বরগুনা প্রতিনিধি:


নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে রফিকুল ইসলাম ও রিয়াজ হাওলাদার নামের দুই ব‌্যাক্তিকে কারাদন্ড দেয়া হয়েছে। রফিকুল ইসলামকে এক মাস ও রিয়াজ হাওলাদারকে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়। আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান এ দন্ড দেন।



জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮  এপিল।  এ নির্বাচনে রফিকুল ইসলাম ও রিয়াজ হাওলাদার চেয়ারম‌্যান প্রার্থীদের পক্ষে টাকা বিতরন করছিল। আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান অভিযান চালিয়ে এ দুইজনকে আটক করে। পরে তাদের ভ্রাম‌্যমান আদালতের মাধ‌্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচন (আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১৭ ধারা ভঙ্গের দায়ে ৩১ বিধি মোতাবেক রফিকুল ইসলামকে এক মাস ও রিয়াজ হাওলাদারকে ২০ দিনের   বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।



আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন (আচরণ) বিধিমালা, ২০১৬ এর ১৭ ধারা ভঙ্গের দায়ে ৩১ বিধি মোতাবেক রফিকুল ইসলামকে এক মাস ও রিয়াজ হাওলাদারকে ২০ দিনের  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।