lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-26T07:50:07Z
আইন ও অপরাধ

কাশিনাথপুরে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, তিন কর্মকর্তা আটক - BD Prokash

Advertisement

 

আলমগীর হুসাইন অর্থ:


অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের ঘটনায়  ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের আটক করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সাঁথিয়া থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সাঁথিয়া থানা পুলিশ।



আটককৃতরা হলেন,  অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপ্যাল অফিসার আবু জাফর ও ব্যাংকের ক্যাশিয়ার  সুব্রত চক্রবর্তী।



জানা যায়, অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখার সমন্বয়ে  একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অডিটে আসেন অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায়। অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তা সাঁথিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ  দায়ের করেন।



অগ্রণী ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভাগীয় অফিস থেকে ৫ সদস্যের অডিট টিম ব্যাংকে অডিট শুরু করেন। সেখানে দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন পুলিশসহ অডিট কর্মকর্তারা। পরে রাতে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।



ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আনোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে ৫৪ ধারায়  মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়ে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।