lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-25T04:32:36Z
উপজেলা পরিষদ নির্বাচন

পঞ্চগড়ের সর্বস্তরের মানুষের মুখে মুখে রয়েছে ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক - BD Prokash

Advertisement


আছমা আক্তার আখি পঞ্চগড় প্রতিনিধি:


এবার জননেতা কাজী আল তারিক এর মার্কা উড়োজাহাজ মার্কা।  পঞ্চগড় সদর উপজেলা পরিষদে আবারো দেখতে চায় পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ কাজী আল তারিক কে। এই মানবসেবার ফেরিওয়ালা কাজী আল তারিক, পঞ্চগড় সদর উপজেলার মানুষের অন্তরে গাঁথা। কারণ তিনি যে মানবসেবার কান্ডারী তা অনেক প্রমাণিত, পঞ্চগড় সদর উপজেলার সকল স্তরের মানুষের কথা মহামারী করোনা ভাইরাস এর সময় আমরা দেখেছি তিনি নিজের জীবন বাজি রেখে গরীব দুঃখী মেহনতি মানুষের সেবা  করেছেন। কর্মহীন শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন, এবং নিজের অর্থায়নে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয় সদর উপজেলার যে কোন মানুষ বিপদে পড়লে তিনি জানতে পারলে বসে থাকেন নাই, দ্রুত ঘটনার তলে গিয়ে, যাতে করে কোন মানুষ বিপদে না পড়ে কোন এস মামলায় যেতে না হয় তিনি দ্রুত সমাধান দিয়েছেন। তাই উপজেলা বাঁশি আবারো পঞ্চগড় সদর উপজেলা পরিষদে তাকেই দেখতে চায়। পঞ্চগড় তুলারডাঙ্গা, কামাত পাড়া, ইসলামবাগ, কায়েত পাড়া, মসজিদ পাড়া, রামের ডাঙ্গা, নিমনগর, মিঠাপুকুর, ধাক্কামারা, সিংপাড়া, সহ সদর উপজেলার সকল মানুষের মুখে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি, ও  পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, এর কথা মানুষের মুখে মুখে। তারা বলছেন কাজী আল তারিক এর জুড়ি মিলানো ভার। আমরা তাকেই আবার উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাআল্লাহ।