lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-27T12:54:36Z
আইন ও অপরাধ

পঞ্চগড় বোদা থানা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুজন আটক - BD Prokash

Advertisement

 

পঞ্চগড় প্রতিনিধি, 


অভিযানে পঞ্চগড় বোদা থানা ২৬/০৪/২০২৪ ইং তারিখে বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা‘অজ্ঞান পার্টি’র ০২ সদস্য গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা, পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান বিশেষ অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ০২ সদস্যকে গ্রেফতার করেন। 



গত-২৫/০৪/২০২৪ ইং তারিখে, মোঃ মোস্তাফিজুর রহমান (৩২) পিতা- মোঃ ইব্রাহিম, সাং- বেংহারী কার্জিপাড়া, থানা-বোদা, জেলা- পঞ্চগড় ও তার চাচাতো ছোট ভাই মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা- মোঃ মোকছেদ আলী, সাং- বেংহারী কার্জিপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়সহ পঞ্চগড় হাটে গরু ক্রয়ের জন্য যান। গরু ক্রয় করতে না পেরে একই তারিখ বিকাল অনুমান ৩ টার সময়  পঞ্চগড় হতে বোদার উদ্দেশ্যে বাসযোগে আসার পথে বাসে অজ্ঞান পার্টির সদস্যগণ তাদের পাশের সিটে কৌশলে বসে। আলাপ আলোচনা করার এক পর্যায়ে বাসটি একই তারিখ বিকেল ০৩.৪৫  সময় বোদা পৌরসভার  বাইপাস মোড়ে এসে থামিলে অজ্ঞান পার্টির সদস্যগণ মোঃ জাহাঙ্গীর হোসেনকে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে তার নিকট থাকা গরু ক্রয়ের জন্য  নগদ ৩,০০,০০০/- টাকা হাতিয়ে নিয়ে বাস হতে দ্রুত নেমে যায়। মোঃ মোস্তাফিজুর রহমান বাস হতে নামার জন্য তার চাচাতো ভাই মোঃ জাহাঙ্গীর আলমকে ডাক দিয়ে দেখতে পায় যে, সে অজ্ঞান অবস্থায় বাসের সিটে পড়ে আছে এবং তার কাছে গরু ক্রয়ের জন্য রক্ষিত টাকা গুলি নাই। তাৎক্ষনিক জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন দিলে বোদা থানা পুলিশ  পৌরসভার বাইপাস মোড়ে উপস্থিত হয়ে অজ্ঞান পার্টির ০২ সদস্যকে আটক করেন। ঘটনাস্থল হতে ০১ জন অজ্ঞান পার্টির সদস্য কৌশলে পালিলে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ কাউছার মিয়া (৩৬), পিতা- মোঃ আহাদ আলী, সাং-দুধপাতিল, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ মিজানুর রহমান (৩৭), পিতা- মোঃ কোরেশ আলী, সাং-সুদিন সরদারপাড়া, থানা- আদমদিঘী, জেলা-বগুড়া বলে জানায় এবং তারা উক্ত ঘটনার অপরাধের বিষয়ে স্বীকার করে পরবর্তীতে মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করলে বোদা থানার অফিসার  ইনর্চাজ মামলা দেন যার মামলা  নং-৩৪, তারিখ-২৬/০৪/২০২৪ ধারা- ৩২৮/৩৭৯/৩৪ রুজু করেন এবং আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ঘটনার অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন। অজ্ঞান পার্টির সদসদের গ্রেফতারের জন্য বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।