lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T13:46:10Z
সংঘর্ষ

দোয়ারবাজার সীমান্তে খেজুর পাচারকে কেন্দ্র করে চোরাকারবারি দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Advertisement


 

দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

সুনামগঞ্জের  দোয়ারাবাজার সীমান্তে চোরাকারবারি দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন।আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এর মধ্যে গুরুতর আহত একজনের অবস্থা  আশঙ্কা জনক বলেও জানা গেছে।


সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও-শ্রীপুর সীমান্তের ১২৩৭ পিলারে এ ঘটনা ঘটে। 


জানা-যায়, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে  সীমান্তের পিলার নং ১২৩৭ এস এর তারকাটার ভিতরে এক পক্ষের ভারতীয় চোরাই খেজুর অন্য পক্ষ জোরপূর্বক ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে চোরাকারবারি আব্দুল আহাদ ও নানু মিয়ার প্রায় ২ শতাধিক একটি চোরাকারবারি দলের সঙ্গে চোরাকারবারি চেরাগ আলী'র দলের সঙ্গে  তার কাটার ভিতরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। 



এঘটনায় নানুর গ্রুপের  আশরাফুল  আলম(২২) আব্দুস সালাম (৩২),ইলিয়াস (২৮) বাবলু (২৮) সমুজ আলী (৩০)সহ শ্রীপুর গ্রামের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।অপরপক্ষ চেরাগ আলী'র দলের শ্যামারগাঁও গ্রামের মফিজ আলী'র পুত্র ছালেখ মিয়া  (৩৫),

ঘিলাতলী গ্রামের মৃত কাছিম আলী'র পুত্র নুরুল হক ( ২৮), রহমত আলী'র পুত্র মরম আলী (৩৫),মন্তাজ আলী'র পুত্র সমর আলী (৩৮),মোঃ আম্বর আলী (৩৭)সহ আরও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবির (শ্যামারগাঁও) ক্যাম্পের হাবিলদার আব্দুল মান্নান জানান,আমি আজ এসেছি। এসে শুনেছি সীমান্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।আগে যিনি দায়িত্বে ছিলেন উনাকে ব্যাটালিয়ন নেওয়া হয়েছে।  তাই পুরো বিষয়টি আমার জানা নেই।