Advertisement
গাবতলী বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান কে অপমান অপদস্ত হেয় প্রতিপন্ন করেছেন নশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান প্রতিদিন বাগবাড়ী বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। গত ১২-০৩-২০২৪ তারিখ বিকাল ৪:৩০ মিনিটে উজ্জ্বল মোটরসাইকেল নিয়ে তবিবর রহমানের দোকানের সামনে রাখলে তবিবর রহমান উজ্জ্বল কে গাড়িটি একটু নিরাপদ আশ্রয়ে রাখতে বলে,এই কথা শুনে উজ্জ্বল তবিবর রহমান কে দোকানের ভিতরে গিয়ে দাড়ি ধড়িয়া টানাহেচড়া করাসহ অপমান অপদস্ত করে৷ এছাড়া উজ্জ্বল, তবিবর রহমান কে অনেক গালাগালি সহ সে বলে তুইতো ভুয়া মুক্তিযোদ্ধা। এ বিষয়ে তবিবর রহমান বাদী হয়ে বগুড়া, গাবতলী বিভিন্ন অফিসার বরাবর অভিযোগ করেন।