lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T13:57:51Z
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

মাদারগঞ্জে নানা আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত

Advertisement


 

মাদারগঞ্জ প্রতিনিধি:

সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাধীনতা জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সূর্যোদয়ের সাথে সাথে তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এবং বিভিন্ন দপ্তর অফিস প্রধান,মাদারগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


সকাল আটটায় বালিজুড়ি ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসিমা নাহাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল।দুপুরে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারদের সংবর্ধনা দেয়া হয়।