lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-28T04:47:54Z
আইন ও অপরাধ

ইয়াবা সহ ০১ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার - BD Prokash

Advertisement

 

আলী রেজা রাজু,ঢাকা উত্তর:


রাজধানীর আশুলিয়ায় ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ডিবি"র হাতে গ্রেফতার।মঙ্গলবার (২৬) তারিখে আশুলিয়ার বাইপাইল আলআমিন মাদ্রসা এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ মো:গোলাম মোস্তাফা রিগ্যান,থানা:খালিশপুর জেলা:খুলনা কে ভাদাইল আশুলিয়ার আমজাদের ভাড়াবাসা বাসা থেকে অভিযান পরিচালনা করে,গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আসামি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক আদান-প্রদান করত বলে জানায়।



এ বিষয় নিশ্চিত করেন ঢাকা উত্তরের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন (বিপ্লব)গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।