lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-26T16:34:58Z
সারাদেশ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের র‌্যালী ও শ্রদ্ধা নিবেদন - BD Prokash

Advertisement

 

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:


মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা র‌্যালি করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগরের নেতৃত্বে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।এতে জেলা ও পৌর এবং উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।



মঙ্গলবার(২৬ মার্চ) দুপুর ২ টায় দিকে সুনামগঞ্জ জেলা পরিষদের রেস্ট হাউজ থেকে এ র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। 



এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ শিহাব ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইফতিয়াজ আকাশ সহ সভাপতি হিমেল মাহমুদ ও পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রোকন আহমেদ জেলার উপ-গন বিষয়ক সম্পাদক রিফাত আহমেদ সুনামগঞ্জ সরকারি কলেজের সহ-সভাপতি অন্তর আহমেদ ছাত্রলীগ নেতা পলক সীমান্ত সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। 



এ সময় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সাগর বলেন, আজকের এই দিনে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনক তার পুরো জীবনেই দেশকে তথা দেশের মানুষকে ভালোবেসে অপরিসীম কষ্ট ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা পুরো জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছেন। এ উন্নয়নের পেছনে রয়েছে তার দূরদর্শিতা, সঠিক দিক নির্দেশনা ও রাষ্ট্র প্রণীত উন্নয়নের নীতিমালা।