lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-14T16:31:24Z
সারাদেশ

সিলেট মহানগর জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ - BD Prokash

Advertisement


সিলেট সংবাদদাতা: 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবসেবা একটি মহান ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানসিক প্রশান্তি খোঁজে পাওয়া যায়। তাই ইহকালীন কল্যান ও পরকালীন নাজাতের জন্য সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যানে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। তিনি বলেন, মাহে রামাদ্বান কুরআন নাযিলের মাস, কুরআন বিজয়ের মাস। এ মাসের প্রতিটি সময় ও ক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমাসে প্রতিটি কাজের অধিক সোয়াব হাসিল করা যায়। তাই রামাদ্বান মাস ইবাদতের বসন্ত ও দান খয়রাতের উৎকৃষ্ট সময়। তিনি মাহে রামাদ্বানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সকলকে মানবতার কল্যানে কাজ করার আহ্বান জানান।



তিনি ১৪ মার্চ বৃহস্পতিবার দুপরে স্থানীয় লালাদিঘিরপার এলাকায়  সিলেট মহানগর জামায়াতের কোতোয়ালী পশ্চিম থানা আযোজিত রামাদ্বান ফুডপ্যাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবর বক্তব্য রাখতে গিয়ে এ আহবান জানান।



কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আজিজুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত রামাদ্বান ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, আব্দুল জলিল, দেওয়ান আসকির আলী, আব্দুজ জাহের, মাহমুদ আলম, হাফিজ আব্দুল আলীম, ফয়েজুর রহমান, শাকের আহমদ চৌধুরী, মোবারক হোসাইন প্রমুখ।



অনুষ্ঠানে প্রধান অতিথি উপকারভোগী নারী পুরুষ ও শিশুদের মাঝে রামাদ্বান ফুডপ্যাক উপহার  প্রদান করেন।