lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-15T05:08:47Z
আইন শৃঙ্খলা

মহেশখালীতে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং - BD Prokash

Advertisement


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:


কক্সবাজারের মহেশখালীতে রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।



১৪ শে মার্চ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা সহকারী কমিশন ভূমি  তাছবীর হোসেন, উপজেলা মেরিন ফিসারিস অফিসার মোহাম্মদ আলাউদ্দীন'সহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এই মনিটরিং কার্যক্রম চালান। এ সময় তারা, নতুন বাজার'সহ বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে পণ্যের মূল্য নিয়ে কথা বলেন এবং বিভিন্ন দোকানের ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের সঠিকতা যাচাই করেন।



বাজার মনিটরিং শেষে উপজেলা সহকারী কমিশন ভূমি তাছবীর হোসেন বলেন, কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক নিয়মিত ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখার প্রয়াসে মূল্য তালিকা সংরক্ষণ না করা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, তিনি আরও জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।



উল্লেখ্য- অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।