lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-14T13:29:21Z
মানববন্ধন

মরা খালে কলসি দিয়ে পানি ঢেলে ব্যতিক্রমী মানববন্ধন - BD Prokash

Advertisement

 

বরগুনা প্রতিনিধি:


বরগুনার তালতলীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মরা খালে কলসি দিয়ে পানি ঢেলে ব্যতিক্রমী মানববন্ধন করা হয়েছে।



বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের পাঁজরাভাঙ্গা শাখা খালের পাড়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ছোট ভাইজোড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা (বুড়িশ্বর) ও আন্ধারমানিক নদীর বিভিন্ন প্রবহমান খালগুলো নানান ভাবে দখল ও দূষণের কবলে পড়েছে। ফলে বড়বগী ইউনিয়নের পাঁচ-সাত কিলোমিটার দৈর্ঘ্যের পাঁজরাভাঙ্গা শাখা খালটি (ধোয়াশার খাল) ধীরে ধীরে যৌবন হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। এতে পানির অভাবে খালটির দুই পাড়ের কয়েক হাজার কৃষক রবিশস্য, আমন, বোরো ধান, তরমুজ, সূর্যমুখী ফুলের চাষ করতে পারছে না, তাই কৃষকরা দ্রুত খালটি খননের মাধ্যমে পানি সরবরাহের জোড় দাবি জানান। 



এ সময় বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সবাইকে খাল-বীল, নদী-নালাকে দখলমুক্ত, দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 



এসময় বক্তব্য রাখেন বড়বগী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ছোট ভাইজোড়া মিঠাপানি সংরক্ষণ কমিটির আহ্বায়ক মো. খালিদ মাসুদ, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল ফরাজী, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাইজ মাঝী, মোস্তাফিজ আকন, উন্নয়নকর্মী এম মিলন হাওলাদার, স্থানীয় গ্রামবাসীর পক্ষে কৃষাণী আলমতাজ, কৃষক মো. জাফর হাওলাদার, জাকির মল্লিক, আমির হোসেন, ফারুক ফরাজি  প্রমূখ।



মানববন্ধনে ছোট ভাইজোড়া গ্রামের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।