Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে নারী সহিংসতা, ধর্ষণ, বাল্যবিয়ে ও যৌন হয়রানি বেড়েই চলেছে। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলেও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে না। এমনকি ধর্ষক বা নারী নির্যাতনকারীকে দ্রুত গ্রেফতার না করে বিভিন্ন টাল-বাহানা করছে। এই সুযোগে অপরাধী গ্রাম্য প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তি ও মাতাব্বরের সাহায্যে মীমাংসা করছে।ভূমিহীন সংগঠনের আয়োজনে-নারী নির্যাতনকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে লালপুরের সালামপুর বাজারে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এমন অভিযোগ করেছেন।
শনিবার ( ২০ জানুয়ারি) জেন্ডার সহিংসতা প্রতিরোধ ও মনিটরিং কমিটির আহবায়ক ভূমিহীন নেত্রী জামেনা বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমিহীন নেতা শাহারা বেগম, জামাল উদ্দিন, রাজিয়া বেগম, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, এডোলোসন্ট দিদিশা পাহাড়িয়া ও আসিফ আহম্মেদ , বেসরকারি সংস্থা নিজেরা করি"র এলাকা প্রতিনিধি রীনা মন্ডল ও উত্তম কুমার রায়। ভূমিহীন সংগঠনের দাবী অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তি কার্যকর করা হোক।


