lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-28T12:30:52Z
গণমাধ্যম

গাইবান্ধায় তিন সাংবাদিকের জামিনে লাভ

Advertisement


 


আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধায় বৃহস্পতিবার তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেটের আদালত । এ মামলার বিবরনে বলা হয়, দীর্ঘদিন সুনামের সাথে আতাউর রহমান সরকার গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যানের ও প্রশাসকের দায়ীত্ব পালন করেছেন। গত ২৪ শে এপ্রিল ২০২২ সালে দৈনিক মানবজমিন পত্রিকায় সুন্দরীর প্রেমে গ্যারাকলে চেয়ারম্যান শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আনন্দ টেলিভিশনে ও ব্রেকিং নিউজ ডড.কম বিডিতেও একই নিউজ প্রচার করা হয়। নিউজের প্রেক্ষিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার মান সম্মানের হানী হয়। এতে ক্ষুদ্ধ হয়ে তার জামাতা এ এস এম আশরাফুল ইসলাম বাদী হয়ে ২৬ মে গাইবান্ধার তৎকালীন দৈনিক মানবজমিন এর উত্তরাঞ্চল প্রতিনিধি ও বর্তমানে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল,আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও ব্রেকিং নিউজের গাইবান্ধা প্রতিনিধি রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলী আদালতে মামলা দায়ের করেন । মামলাটি আমলে নিয়ে বিচারক মামলাটি দতন্তের জন্য গাইবান্ধা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত শেষে আদালতে দাখিল করেন । 


অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত থেকে আজ বৃহস্পতিবার ওই তিন সাংবাদিককে আদালতে হাজির হতে বলা হয়। নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মেহেদী হাসান তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেন । এসময় সাংবাদিকের পক্ষে আইনজীবি সৈয়দ শামসুল আলম হিরু,সালাহ উদ্দিন সেলিম,ফরহাদ হোসেন নিয়ন,পিযুষ পাল,মাজহারুল ইসলাম সোহেল মামলাটি পরিচালনা করেন ।