lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-28T13:38:18Z
সারাদেশ

জামালপুরে ৬ বারের সর্বোচ্চ সেরা নারী করদাতা আফছারী জামান ফেরদৌস নির্বাচিত

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরে ২০২২ - ২০২৩ অর্থবছরে  সর্বোচ্চ সেরা নারী করদাতা  নির্বাচিত হয়েছেন আফসারী জামান ফেরদৌস (তানমী) তিনি মেসার্স তাহসিন এন্টার প্রাইজের স্বত্বাধিকারিনী ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক   মির্জা জিল্লুর রহমান শিপনের সহধর্মিনী। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে শহরের টাউন হল মোড়ে অবস্থিত তারেক স্মৃতি অডিটোরিয়াম মিলনায়নে সেরা করদাতা নির্বাচিত আফছারী জামান ফেরদৌসকে  সম্মাননা ও ট্যাক্সকার্ড ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি   মনমনসিংহ বিভাগীয় কমিশনার  উম্মে সালমা তানজিয়া এর  কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। এর আগেও তিনি পাঁচ বার সেরা নারী করদাতা নির্বাচিত হয়েছেন।  এসময় বাংলাদেশ পুলিশের  ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন,ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশানর মোঃ আশরাফুজ্জামান।