Advertisement
হাসান আলী সোহেল, নাটোর:-
দৈনিক ইত্তেফাক’র ৭১ বছরে পদার্পণ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় কেক কাটা, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবে এসবের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ’র সভাপতিত্বে ও ইত্তেফাক সংবাদদাতা আরিফুল ইসলাম তপু’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন খান, বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের সভাপতি শিক্ষানুরাগী শুভাশিষ গারোদিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদ্য চালু হওয়া মালঞ্চি রেলস্টেশের মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন ও বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠশিক্ষা প্রতিষ্ঠান কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন খান, নারী শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজ ও ৩ দশক ধরে ১ টাকায় চা এবং পান বিক্রেতা রজব ব্যাপারী লালনকে সম্মাননা স্মারক (ক্রস্ট) প্রদান করা হয়।