lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-16T15:23:36Z
জাতীয়

বিজয় দিবস উপলক্ষে বেনাপোল পেট্টাপোলে বিজিবি ও বিএসএফের মধ্যে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা

Advertisement


 

বেনাপোল  প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল পেট্টাপোল সীমান্তের জিরো লাইনে  বিজিবি ও বিএসএফের মধ্যে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পর রিট্রেট শিরোমনি অনুষ্টিত হয় একই সাথে বিজিবি বিএসএফ বিউগল বাজিয়ে ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়। একই সাথে নামানো হয় দু দেশের জাতীয় পতাকা।

এসময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির যশোর ৪৯ সিও লে কর্নেল জামিল আহম্মেদ ভারতের কলিকাতা ১৪৫ বিএসএফ সিও  আর পি উদিপ কুমার ও পেট্টাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার নরেন্দ্র কুমার সহ দু দেশের বিজিবি বিএসএফ কর্মকর্তারা। এসময় দ দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিজয় দিবসের অনুষ্টান উপভোগ করেন।