Advertisement
আকন্দ সোহাগ:-
জামালপুরের মাদারগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ও কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশ নেয় মাদারগঞ্জ মডেল থানা ,ফায়ার সার্ভিস,উপজেলা আনসার বাহিনী,স্কাউট,গার্ল গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।এতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ১৯৭১ পাক হানাদার বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল,মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ। পরে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।