Advertisement
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি হলরুমে বৈশাখী টেলিভিশনের ১৮তম বর্ষপূতি ও ১৯বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
কেক কাটার আগে আলোচনা সভার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বৈশাখী টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নাহিদ রেজা
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো।
এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথি, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি নবিন হাসান, সাংবাদিক রিপন প্রমুখ।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।