lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-05T09:16:49Z
রাজনীতি

কুষ্টিয়া দৌলতপুরে জনগনের আস্থার প্রতীক অধ্যাপক নাজমুল হুদা (পটল)

Advertisement


 

কুষ্টিয়া প্রতিনিধি:-দৌলতপুরে দলীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে  প্রচার চালাচ্ছেন সাবেক  সংসদ সদস্য জননেতা মরহুম আফাজ উদ্দিন  আহমেদ  এর সুযোগ্য পুত্র  অধ্যাপক নাজমুল হুদা (পটল)।


আশির  দশকে দৌলতপুর থানায় ছাত্রলীগের কমিটি গঠনের প্রধান উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক। সাবেক ছাত্রনেতা কুষ্টিয়া সরকারি কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগঠনের দুঃসময়ে অসংখ্য মামলা মোকদ্দমা মাথায় নিয়ে অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।  ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক অকুতোভয় লড়াকু মুজিব সৈনিক। গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ কাঁপানো নেতা যার প্রেক্ষিতে    দীর্ঘদিন  ধরে কুষ্টিয়া জেলা যুবলীগের সহ-সভাপতি  হিসাবে দায়িত্ব পালন  করেন পরবর্তীতে বাংলাদেশ  আওয়ামীলীগ দৌলতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক  হিসাবে দায়িত্ব পালন করেছেন। 


দৌলতপুর এ যার  অবদান অনস্বীকার্য।  দুঃসময়ে তিনি ছিলেন অকুতোভয় সৈনিক।যার বক্তব্য শুনতে গ্রামীন মানুষজন কাজ কর্ম দ্রুত শেষ করে জনসভায় হাজির হতেন। বর্তমানে কোনো পদপদবী না থাকলেও  আজ এই দুঃসময়ে  জনগণের একমাত্র ভরসা হিসাবে নীরলস দিনরাত  কাজ করে চলেছেন।



বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি এদের মাঝে থানা কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম যাদু  এক সাক্ষাতকারে বলেন আমাদের  দৌলতপুর আওয়ামী লীগ বর্তমানে বিভক্ত এই বিভক্তিকে কাজে লাগিয়ে বি,এন,পি রা মাথা চাড়া দিয়ে উঠছে । দৌলতপুর আওয়ামীলীগকে বাঁচাতে আমরা নাজমুল হুদাকে  নিয়ে সামনে আগাতে চাই।তিনি একমাত্র যোগ্য ব্যক্তি।



অন্যদিকে শহিদুল ইসলাম বলেন,  তার বাবার মৃত্যুর পর   শূন্যতা পূরণে তার বিকল্প অন্য কেউ নেই। 


অধ্যাপক নাজমুল হুদা দৈনিক আলোকিত  প্রতিদিনকে জানান, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমি দৌলতপুর এর মানুষের মাঝে নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছি কুষ্টিয়া -১ আসনে আমিও একজন মনোনয়ন প্রত্যাশি। দল যদি আমাকে মনোনয়ন দেন তবে দৌলতপুর  আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করে  মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিয়ে  দৌলতপুর এর অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব।