Advertisement
মোসাদ্দেকুর রহমান সাজু,নীলফামারীঃ
নীলফামারীর ডোমার পৌর এলাকার ডোমার-চিলাহাটী মহাসড়কে ঝুঁকিপূর্ণ শালকি সেতু ভেঙে নতুন করে সেতু নির্মাণ সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ই অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা শহরের ডিবি রোডে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণের আয়োজনে এবং সামাজিক সংগঠন হৃদয়ে ডোমার ও এলাকাবাসীর সহযোগিতায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী, বিএনপি নেতা মামুনুর রশীদ বসুনিয়া সজীব, যুবনেতা হাচানুর রহমান রিমুন, ব্যবসায়ী ফরিদ আহমেদ, ছাত্রনেতা সামিউল আরেফিন হৃদয়, এনসিপি নেতা অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, পশ্চিম বোড়াগাড়ী জামে মসজিদের খতিব কুদ্দুস আল আজাদ, নবজাগরণ সভাপতি আবরার হোসেন আলভী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণে ডোমারবাসীর যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, ডোমার শহরের গা ঘেষে বয়ে যাওয়া শালকি নদীর ওপর সেতুটি নিচের অংশ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষজন,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, ঢাকাগামী বাস, ট্রাকসহ নানামুখী যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশংকা করছেন তারা। এজন্য অতি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানান মানববন্ধনকারীরা।