lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-16T13:28:28Z
বিনোদন

ফুলকির আয়োজনে 'আমাদের শিশুরা' নাটক প্রদর্শনী

Advertisement


 

আলিফ আরিফা,গাজীপুর:-গাজীপুর সিটি কর্পোরেশনের ৬,৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগ বিষয়ক পথনাটক 'আমাদের শিশুরা' প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।একই সাথে সাভারের ইয়ারপুর, তেতুলঝরা, ধামসোনা এলাকায়ও নাটকটি প্রদর্শন করা হয়।

 

শেকানুল ইসলাম শাহী এর রচনা ও নির্দেশনায়, সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ফুলকি' নামে একটি বেসরকারী সংস্থা এই পথ নাটক প্রদর্শনের আয়োজন করে। 

শেকানুল ইসলাম শাহী জানান, বেসরকারী সংস্থা ফুলকি তাদের গৃহীত 'অপরাজিতা' প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবা যত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের  ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়কে উপজীব্য করে পরিবেশিত নাটকটি উপস্থিত বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। 

বেসরকারী সংস্থা ফুলকী শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায়  দিবা যত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়া দাওয়া করায়। তাছাড়া, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনোদনের ব্যবস্থা করে থাকে।