lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-06T07:14:43Z
সারাদেশ

বেড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Advertisement


হৃদয় হোসাইন,বেড়া (পাবনা)


জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি"স্লোগানগানকে ধারণ করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেড়ায় পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। দিবসটির কর্মসূচির অংশ হিসেবে ৬ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু। ভাইস চেয়ারম্যান মেজবাহ-উল হক। বেড়া মডেল থানার অফিসার ইর্নচাজ মোহাম্মদ হাদিউল ইসলাম। নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আবু দাউদ,জাতসাখিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দিবসটিকে গুরত্ব দিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক পর্যায়ে আরো সচেতনতা বৃদ্ধি করণে প্রচারের উপর গুরুত্বারোপ করেন।