lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-16T12:34:52Z
স্বাস্থ্য

সুজানগর হাসপাতালে অপারেশন থিয়েটার চালু অস্ত্র পাচারে কন্যা সন্তানের জন্ম

Advertisement


 

এম মনিরুজ্জামান, পাবনা:  সাধারণ মানুষের অনেক দিনের আশা পূরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অপারেশন থিয়েটার চালু, অস্ত্র পাচারে মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়েছে । সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু ও প্রথম অস্ত্র পাচারে মাধ্যমে কন্যা সন্তানের ভূমিষ্ট হয়। অপারেশন থিয়েটারে অংশ গ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সেলিম মোর্শেদ, জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ মরিয়ম জামিলা, শিশু বিশেষজ্ঞ ডাঃ গালিবা তাসলিম বনি, অর্থপেডিক ডাঃ সেলিম রেজা, মেডিকেল অফিসার ডাঃ ওয়াসিম খান,ডাঃ নাসরিন আক্তার, উপ-সহকারী কমিউনিটি অফিসার সাবিনা আক্তার। কন্যা সন্তানের মা হলেন, তানজিলা খাতুন (১৮)। তানজিলা খাতুনের বাড়ি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাকিয়ান গ্রামে। বিয়ে হয়েছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাস পুর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে। তানজিলা খাতুনের স্বামী রাজু শেখ পেশায় রাজমিস্ত্রী। কন্যা সন্তানের নাম রেখেছে, রাফিয়া আক্তার রাফি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব জানান, হাসপাতাল টা প্রতিষ্ঠার পর এই প্রথম অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। এখন থেকে সাপ্তাহে দুইদিন অপারেশন থিয়েটারে মাধ্যমে অস্ত্র পাচার করা হবে। এছাড়া নরমাল ডেলিভারি সবসময় করা হয়।