lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-04T14:14:34Z
সারাদেশ

আটোয়ারী থানায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Advertisement


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 


পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার সকল মন্দিরের সভাপতি/সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৪ অক্টোবর) বিকালে আটোয়ারী থানার আয়োজনে এবং নবাগত অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া'র সভাপতিত্বে থানা হলরুমে ওই সভাটি অনুষ্ঠিত হয়। 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল্লা। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু, রাধানগর ইউপি'র চেয়ারম্যান মোঃ আবু জাহেদ এবং বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 


এর আগে শারদীয় দুর্গাপূজাকে সার্বিকভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় পরিষদের ২৫ দফা দিকনির্দেশনা গুলো পাঠ করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া। 


এছাড়াও পূজার শুরু থেকে দশমী এবং প্রতীমা বিসর্জন দেওয়া পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিরুল্লা।