Advertisement
সোহেল মিয়া, (সুনামগঞ্জ)সংবাদদাতা:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় ব্যস্থ সময় পার করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দোয়ারাবাজার উপজেলা জাপা'র সভাপতি ও সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার)আসনে জাপা'র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের নোয়ারাই বাজার ও ফকিরটিলা পয়েন্টে গনসংযোগ করেন জাহাঙ্গীর আলম ।
এর আগে নোয়ারাই বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন ও জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে আগামী নির্বাচনে জাপা'র মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষে সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
পরে নোয়ারাই বাজার ও ফকিরটিলা পয়েন্টে দোকানে দোকানে গিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের উন্নয়নের প্রচারপত্র ও আগামী নির্বাচনে লাঙ্গল প্রতিকে ভোট চেয়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন করার লক্ষে জাতীয় পার্টিকে সুযোগ ও সমর্থন চেয়ে হাতে হাতে লিফলেট বিতরণ করে জাহাঙ্গীর আলম।