lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-29T03:38:38Z
খেলাধুলা

পিরোজপুর স্পোটর্স কর্নার এ ক্রিকেটার তামিম ইকবাল এর নাম লেখা জার্সি কেনার ধুম

Advertisement


পিরোজপুর প্রতিনিধি : 


পিরোজপুর স্পোটর্স কর্নারে ক্রিকেটার তামিম ইকবাল এর নাম লেখা জার্সি কেনার ধুম পরেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল এর নাম ও নাম্বার লেখা জার্কি কিনেছে কয়েক শতাধিক তামিম ভক্ত ক্রিকেট প্রেমীরা বলে জানান পিরোজপুর স্পোর্স্ট কর্নার এর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম।


আজমল হুদা নিঝুম জানান বৃহস্পাতবার সকাল থেকেই জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল এর নাম ও নাম্বার লেখা কয়েক শতাধিক জার্কি বিক্রি করা হয়েছে। তামিম ভক্তরা বিশ্বকাপে তামিম কে জাতীয় দলে দেখতে চায় বলেই তার নাম ও নাম্বার লেখা জার্কি কিনেছে কয়েক শতাধিক ক্রিকেট ভক্তরা। পিরোজপুরের ক্রিকেট ভক্তদের একটাই দাবী বিশ্বকাপে তামিম ইকবাল জাতীয় দলের হয়ে খেলায় অংশগ্রহণ করুক।