Advertisement
আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:-সারা দেশের ন্যায় পঞ্চগড়ে পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও একই সাথে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস ২০২৩, দুটি অনুষ্ঠান একত্রে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের হলরুমে।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এর সভাপত্বিতে ২৭ সেপ্টম্বর সকাল দশটার সময় জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় , শোভাযাত্রাটি জেলা প্রশাসক চত্ত্বর ঘুরে শেষ হয়, পরে জেলা প্রশাসকের হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ের উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস,উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সরোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা হায়দার আলী, পর্যটন বিশেষজ্ঞ হাসনুর রশিদ খাঁন বাবু, শিক্ষক, ছাত্রছাত্রী,পঞ্চগড় জেলার সকল সরকারি ঊর্ধ্বততম কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানটিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন এবং পঞ্চগড় জেলা যে সমস্ত ঐতিহাসিক বিনোদন কেন্দ্র গুলো রয়েছে যে গুলো গণমাধ্যমকর্মীদের কে প্রচার ও প্রচারণা চালোনোর অনুরোধ করেন,বিশিষ্ট পর্যটন বিশেষজ্ঞ হাসনুর রশিদ খাঁন বাবু তার বক্তব্যে বলেন আমাদের জেলায় অনেক বিনোদন কেন্দ্র রয়েছে যেমন, ভিতরগড়ের মহারাজা দিঘী, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রক্স মিউজিয়াম, তেতুলিয়া বাংলাবান্ধা ইমিগ্রেশন, বারো আউলিয়ার মাজার, মির্জাপুর শাহী মসজিদ, বদেশ্বরী মন্দির, সহ আরো অসংখ্য ঐতিহাসিক দার্শনিক স্থান রয়েছে, এই দার্শনিক স্থানগুলো যেমন আমাদের পঞ্চগড় জেলার অর্থনৈতিকভাবে লাভবান ও উন্নত করতে পারে , অপরদিকে বিভিন্ন দেশের সাথে আমাদের সংস্কৃতির আদান-প্রদান, বন্ধত্ব সুলভ সম্পর্ক ও গরে উঠবে এবং প্রশাসন সহ সকলের প্রচেষ্টায় সামনে এগিয়ে নেওয়া সম্ভব বলে আমি মনে করি।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বলেন, আমরা যখন কোনো অফিসে তথ্য নিতে যাই অনেক সময় আমাদেরকে তথ্য দেওয়া হয় না, তথ্য দিতে নানান তালবাহানা দেখান, তবে আমাদের জানামতে প্রত্যেক অফিসেই একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা থাকার কথা , আমরা যেনো সামনে তথ্য পেতে কোন হয়রানির শিকার না হয় সে বিষয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করছি।



