lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-30T13:33:07Z
আইন ও অপরাধ

লালপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Advertisement


নাটোর জেলা প্রতিনিধি:


নাটোরের লালপুরে ১০ কেজি গাঁজার গাছসহ হোসেন ইমাম ছোটকা (৪০) নামের এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (৩০ সেপ্টেম্বর) তাকে নাটোর আদালতে পাঠানো হয়। গত রাত ১২ টার দিকে টায় উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লালপুর থানার পুলিশ। হোসেন ইমাম একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ গোপালপুর বাজারে হোসেন ইমামের বাড়ির আঙ্গিনা থেকে ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে। সেই সাথে ওই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এবিষয়ে লালপুর থানায় গ্রেপ্তারকৃতের নামে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।