Advertisement
আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
ভারী বর্ষণের ফলে মাটির দেওয়াল ধসে গেয়েছিলো।দিন শেষে একমাত্র মাথা গোঁজার ঠাই নড়বড়ে ঘরে বসবাস করাই দুরূহ ব্যাপার হয়েছিলো বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ফোফপাল গ্ৰামের অসহায় মালেকা বেগমের। স্বামী দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে অন্য জায়গায় থাকেন ।একমাত্র ছেলে থাকে ঢাকায় ।আয় রোজগারের তেমন কেউ নেই।বিষয়টি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের নজরে আসে।পরে পৌর মেয়র পৌরসভার রাজস্ব অর্থায়নে অসহায় মালেকা বেগম কে মঙ্গলবার (২৬ শে সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা চত্বরে ভাঙ্গা ঘর পুনরায় নির্মাণের জন্য ঢেউটিনের ব্যবস্থা করে দেন। মাটির দেওয়াল ধসে গুরুতর আহত হওয়ায় তার চিকিৎসার ব্যবস্থা করেন মেয়র আনিছুর। এ ব্যাপারে মালেকা বেগম বলেন,অতি ভারী বর্ষণের ফলে মাটির দেওয়াল ধসে গুরুতর আহত হই,মাটির দেওয়াল ধসে গেয়েছিলো। বৃষ্টিতে মাথা গোঁজার ঘরে পানিতে একাকার হয়ে যায়! কি করবো আমার ভাঙ্গা ঘর মেরামত করার সামর্থ্য নাই। মেয়র সাহেব আমার এ-ই দুরাবস্থা জানার পরে আমাকে টিন কিনে দিলো। চিকিৎসার ব্যবস্থা করে দিলো।পৌর মেয়র আনিছুর রহমান জানান, আমি এই অসহায় বৃদ্ধার ঘরের অবস্থা অবগত হলে পৌরসভার রাজস্ব অর্থায়নে ভাঙ্গা ঘর পুনরায় নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেছি, চিকিৎসার ব্যবস্থা এবং তাকে সাধ্যমত সহায়তাও করা হবে এবং এ ধরনের ব্যক্তিবর্গকে আমার সহায়তা অব্যাহত থাকবে। ঢেউটিন বিতরণ কালে নন্দীগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মাহমুদ ,নির্বাহী প্রকৌশলী আবু রায়হান,কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন ,কাউন্সিলর রফিকুল ইসলাম ।


