lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-29T11:12:37Z
সারাদেশ

পলাশবাড়ীতে একদিকে ধসে যাচ্ছে বাঁধ অন্যদিকে স্থায়ী মিনি মার্কেট নির্মাণে চেষ্টা

Advertisement


আশরাফুল ইসলাম গাইবান্ধা :


উজান থেকে নেমে আসা পানিতে একদিকে ধসে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রন বাঁধ অন্যদিকে বাধের উপরে নির্মাণ করা হচ্ছে স্থায়ী স্থাপনা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা গ্রামের করতোয়া নদীর বামতীরে নদীর বাকে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ধসে গেছে। ক্ষতিগ্রস্থ অংশে পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধানে চলছে মেরামতের কাজ। একই বাধের প্রবেশদ্বার চেরেঙ্গা কাঙ্গালের বাজারের বাধের অংশে নিজের রেকর্ড ভুক্ত সম্পত্তি দাবী করে স্থায়ী স্থাপনা দোকানঘর সারিবদ্ধ মিনি মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ নির্মাণ কাজ বন্ধ করা হয়। তবে উক্ত স্থানে স্থাপনা নির্মাণের চেষ্টা চলমান রেখেছেন ইউপি সদস্য নুরে আলম সিদ্দিক গং এর লোকজন। এখনো রয়েছে নির্মাণ সামগ্রী ও স্থাপনার ভিক্তি । 


এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য নুরে আলম সিদ্দিক জানান, উক্ত সমপ্তি আমার দাদীর নামে রেকর্ড ভুক্ত যেখানে আমরা দোকানঘর নির্মাণ করছি। আমার রেকর্ডভুক্ত জমির খতিয়ান নং-১২,ডিবি নং-৭৬,জেএর নং-২৩ দাগ নং- ১২৭-১২৮ এর ১৯ শতাংশ জমির উপর দোকানঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।


এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মোজ্জাম্মেল হোসেন জানান, সরেজমিন পরির্দশন করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাঁধের জমি পরিমাপ করে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।


উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা গ্রামের করতোয়া নদীর বামতীরে নদীর বাকে বন্যা নিয়ন্ত্রন বাঁধ প্রতি বছর ধসে যায় যে খানে একটি স্থায়ী বাধ নির্মাণ করা প্রয়োজন অপর দিকে ঝুকিপূর্ন বাঁধ সংস্কার ও স্থায়ী স্থাপনা নির্মাণকারী অবৈধদখলদার মুক্ত করার দাবী সর্বস্তরের মানুষের।