Advertisement
মোঃ মোরসালিন, স্টাফ রিপোর্টার :১০ বোতল বিদেশি মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র পুলিশ সদস্যরা।
২৮শে সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় পূর্বধলা থানার গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কে চেকপোস্ট ডিউটি চলাকালীন হযরত শাহপরান বাস তল্লাশি করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।
এ বিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম আমাদেরকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই ময়মনসিংহগামী শাহপরান বাসে করে দুই মাদক ব্যবসায়ী ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল।
নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কে শ্যামগঞ্জ বাজার মোঃ সোহেল রানার মোদির দোকানের সামনে বাসটি তল্লাশি করে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। আসামিরা হলো ১,মোঃ আনোয়ার হোসেন ( ১৯) পিতা মোঃ বাবুল মিয়া,২,মোঃ মাহাদি হাসান (১৮) পিতা মোঃ আ: জব্বার, আসামি দুজন লোহাচূড়া গ্রামের দুর্গাপুর থানার বাসিন্দা। আসামিদেরকে গ্রেফতারের পর রাতেই তাদেরকে পূর্বধলা থানায় প্রেরণ করা হয়।


