lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-29T06:36:53Z
আইন ও অপরাধ

সালথায় অপহরণের ৫দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

Advertisement


ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের সালথা থেকে অপহৃত অষ্টম শ্রেণির  এক স্কুল ছাত্রীকে পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায় যশোরের বেনাপোল সীমান্তের একটি গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় দেশের বিভিন্ন জেলার আরও তিনটি মেয়েকে উদ্ধার করে পুলিশ। তবে গ্রেপ্তার করা যায়নি অপহরণকারীদের। 


ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা গণমাধ্যমকে জানান, আমার মেয়ে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আজিজুলের বাড়ী প্রাইভেট পড়ার জন্য যায়। কিন্তু বিকাল হলেও বাসায় না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। অনেক খোঁজখুঁজির পর তাকে না পেয়ে সালথা থানায় একটি জিডি করি। পরবর্তীতে পুলিশের তৎপরতায় যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে আমার মেয়েকে উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, আমার মেয়েসহ সেইসাথে আরও তিনজনকে উদ্ধার করে পুলিশ। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি অপহরণকারীদের মূল উদ্দেশ্য ছিলো আমার মেয়েসহ তাদের তিনজনকে ভারতে পাচার করার।