lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-23T15:00:40Z
আইন ও অপরাধ

শার্শায় ৬০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ২

Advertisement


জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা


যশোরের শার্শা উপজেলায় ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১ টার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত হলো, শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের ধান‍্যতাড়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে, আঃ মান্নান (২৭) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে, আমিরুল ইসলাম (৪২)


ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিরুল ইসলাম, ও এসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা উপজেলার ধান‍্যতাড়া গ্রামের আরব আলী হাজীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করে।


যশোর জেলা গোয়েন্দা (শাখা) ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে, আদালতে প্রেরণ করা হয়েছে।