lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-26T15:30:03Z
রাজনীতি

নগরকান্দায় নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন সাবেক এমপি জুয়েল

Advertisement


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে ও পুরাদিয়া বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। " মানবতার নেত্রী, গণতন্ত্রের মানস কণ্যা, দেশরত্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী মাননীয় শেখ হাসিনার সালাম নিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এই লেখা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। 


গণসংযোগকালে তিনি বলেন, বিগত সময়ে দেশে শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে আবারও নৌকার বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।