Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন ফরিদপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বল্লভদী ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ও লিফলেট বিতরণ করেন মহিলা এই নেত্রী। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আওয়ামীলীগ নেত্রী অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে, সেই উন্নয়নের বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিতে এসেছি। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ ছাড়িয়ে আমরা স্মার্ট বাংলাদেশের দাঁড় প্রান্তে। বিস্তারিত তুলে ধরে তিনি বলেন,র্খশ কৃষি, শিল্প, বানিজ্য, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, যোগাযোগ সহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করেছে। সবার কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান সরকারকে পুনরায় দেশের উন্নয়ন করার সুযোগ দিবেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আঞ্জুমান আরা বেগম বলেন, মাননীয় নেত্রী আপনি আমাদের শেষ আশ্রয়স্থল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দা ও সালথা উপজেলায় এমন একজন কে মনোনয়ন দিবেন, এখানেই যার জন্ম এবং এই মাটিতেই যে বেড়ে উঠেছে। এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা যে বুঝবে। মাননীয় নেত্রী আপনি আমাকে মনোনয়ন দিলে ফরিদপুর-২ আসনটি সারা বাংলাদেশে উন্নয়নের মডেল বানিয়ে আপনাকে উপহার দিতে চাই। আপনি আমাকে সেই সুযোগ দেন।


