lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-09T10:27:46Z
আইন ও অপরাধ

বগুড়ায় ৫০০ টাকার জন্য মুদি দোকানিকে খুন,পলাতক আসামিকে গ্রেফতার

Advertisement

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: 

বগুড়ার ধুনট উপজেলায় ৫০০ টাকার জন্য মুদী দোকানি জাকিরুল হত্যা মামলার পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন(২২) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। শনিবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামি জাহাঙ্গীর ধুনট উপজেলা মাজবাড়ী এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। 

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম ধুনটের মাজবাড়ীতে বিয়ে করেন৷ সেখানেই জাকিরুল মুদি দোকান দেন। গত বছরের ৯ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর তার পূর্ব পরিচিত জাকিরুলের কাছ থেকে পূর্বের পাওনা ৫০০ টাকা চায়। তখন জাকিরুল আসামি জাহাঙ্গীরকে  আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলে। এসময় জাহাঙ্গীর টাকা না দিয়ে রাত ৮টার দিকে মুদি দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে  এলোপাথারীভাবে কিলঘুষি ও হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা জখম করে। পরে তাকে  রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসক এর চেম্বারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পরেই পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। পরে ৮ জুলাই র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করে। র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম আরও বলেন 'আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ধুনট থানায় হস্তান্তর করা হবে।