lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-19T09:28:01Z
মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণের দাবিতে তারাগঞ্জে মানববন্ধন

Advertisement

জুয়েল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণের দাবিতে রংপুরের তারাগঞ্জে মানববন্ধন ও শোভাযাত্রা করা হয়েছে। উপজেলার সকল বে-সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পরিবারের আয়োজনে ঐ শোভাযাত্রা করা হয়।

 আজ বুধবার (১৯ জুলাই)  দুপুর ১ টার দিকে তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই শিক্ষা প্রতিষ্ঠান মাঠে এসে শেষ হয়।

এ সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশিন চন্দ্র সরকার, তারাগঞ্জ ও এ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, চান্দের পুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী, ডাংগীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।