lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
Last Updated 2023-06-22T13:01:51Z
জেলার সংবাদ

পঞ্চগড় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর গ্রাহক সভা অনুষ্ঠিত

Advertisement

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি

বীমা করলে ঘরে ঘরে অভাব দরিদ্র যাবে সরে,  বর্তমান সময়ে জীবন বীমার শীর্ষ ক্ষেত্রে রয়েছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

তারই ধারাবাহিকতায় আজ আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপ এই  স্লোগান কে সামনে রেখে ২২ জুন  বৃহস্পতিবার  সকালে  পঞ্চগড় এইচ কে প্লাজা, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর  পঞ্চগড় শাখা  কার্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বীমা  গ্রাহক ও কর্মীদের বীমা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে,  বীমা কি, বীমা কেন করবেন, বীমা করলে কি কি উপকারে আসে।

 এ বিষয়ে আলোচনা সভার  মধ্যমে   নতুন -পুরাতন গ্রাহকদের ও কর্মীদেরকে ধারণা দেওয়া হয়।

 বক্তব্য শেষে মেয়াদপুর্তি ও বোনাস চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করেন    ভাইস প্রেসিডেন্ট  রংপুর ও রাজশাহী বিভাগীয়   জনাব মোস্তফা আল কামাল।

 এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় শাখা কার্যালয় এর জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, পঞ্চগড় ও তেতুলিয়া উপজেলা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর  ডিজিএম  ( ইনচার্জ)  জনাব মোঃ শাহ আলম,  দিনাজপুর শাখা কার্যালয়ের ইনচার্জ মোছাঃ শামরিনা জাহান বাঁধন সহ বিভিন্ন শাখার অতিথি বৃন্দ। আলোচনা শেষে শতাধিক নতুন গ্রাহক বীমা করেন এবং নতুন গ্রাহকদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।