lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
Last Updated 2023-06-22T13:29:59Z
জেলার সংবাদ

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

Advertisement

মোঃ কায়সার আহম্মেদ,পাবনা সংবাদদাতাঃ

পাবনার চাটমোহর ভ্রাম্যমান আদালতে রিপা অয়েল মিলে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।

 বৃহস্পতিবার (২২-জুলাই) দুপুরে পৌর সদরের খেয়াঘাট এলাকার রিপা অয়েল মিলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন।

জানা গেছে, রিপা অয়েল মিলে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া  তৈরি করতে চক পাউডার ও কাঠের গুঁড়া ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলায় মিল মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই ভেজাল  মরিচ ও হলুদের গুঁড়া জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। এসময় থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার( ভূমি) মোছা. তানজিনা খাতুন জানান, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া  তৈরি করতে চকপাউডার ও কাঠের গুড়া ব্যবহার করায় জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে।