Advertisement
আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি)
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পেইজ প্রকল্পের মিনি রেডিমেড গার্মেন্টস খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্মপরিবেশ উন্নয়ন শীর্ষক উপ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) এর আয়োজনে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার ২৫ জুন , ২০২৩ খ্রী.ওসাকা ট্রেনিং সেন্টার নুরপুর বাইপাস ,পাবনা । মিনি রেডিমেড গার্মেন্টস খাতের ক্ষুদ্র উদ্যোগ সমূহে জড়িত ৪০ জন উদ্যোক্তার অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।
উপপ্রকল্পের আওতায় পাবনায় মিনি গার্মেন্টস ক্লাস্টারের দেশের সম্ভাবনা ময় বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন বিপণন কাজে জড়িত উদ্যোক্তা ও গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিকদের শোভন কর্ম পরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে ।
মূলত দেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে কর্ম ও পরিবেশ উন্নয়নে এখন পর্যন্ত ও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় ক্ষুদ্র উদ্যোগে কর্মরত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্ম পরিবেশের মান উন্নয়ন ও প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়টি অবহেলিত রয়েছে।
এ মতাবস্থায় উপ প্রকল্পের আওতায় শ্রমিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্ম পরিবেশের উন্নয়নে কারখানার মালিকদের অংশগ্রহণে ওয়ার্কশপ /সেমিনার আয়োজন করা হয়। কারখানায় পর্যাপ্ত আলো বাতাসের জন্য ভেন্টিলেশন সিস্টেম আধুনিকায়নে সহায়তা ,কর্মীদের ব্যবহার উপযোগী টয়লেট, মডেল কারখানা স্থাপনের সহায়তা ,কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রধান, গার্মেন্টস সেক্টরের নতুন উদ্যোক্তা তৈরিতে অনুদান প্রদান ,উদ্যোক্তা পর্যায়ের নতুন প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্প ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন মোঃ সাইফুল ইসলাম উপপরিচালক (কার্যক্রম) ওসাকা । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন পাবনা সদর ,পাবনা । প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তাদের নিজ নিজ অবস্থান থেকে কারখানায় কর্মরত শ্রমিকদের অভ্যাসগত আচরণ পরিবর্তন ঘটিয়ে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মিনি রেডিমেড গার্মেন্টস শিল্পকে এগিয়ে নেয়ার আহ্বান জানান । এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান পরিবেশ কর্মকর্তা এসইপি প্রকল্প , ওসাকা। তিনি কারখানা পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা সংরক্ষণ পদ্ধতি, কারখানার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিভিন্ন দিক নির্দেশনা সহ স্বাস্থ্য উপযোগী কর্ম পরিবেশ নিয়ে বিশদ আলোচনা করেন । এ শিল্পের উৎপাদিত পণ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ভারত, মালয়েশিয়া ,নেপাল ,মালদ্বীপ ,সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম । তাই দেশের এই সম্ভাবনাময় খাতে মাঠ পর্যায়ে ওসাকার পক্ষ হতে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।