lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ জুন, ২০২৩
Last Updated 2023-06-25T17:26:00Z
অপরাধ

বাউফলে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি সোহরাব আটক

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালীর বাউফলের কুখ্যাত মাদক কারবারি  সোহরাব সিকদারকে(৩০) আটক করেছে বাউফল থানা পুলিশ। 

আটক সোহরাব পৌরসভার  ৬ নং ওয়ার্ডে মৃত. আক্কেল আলী সিকদারের ছেলে। গত শনিবার(২৪জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাংলালিংক টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সোহরাব বাউফল থানায় মাদকসহ ১১টি মামলার এজাহারভুক্ত আসামী। 

পুলিশ সূত্রে জানা গেছে, ৯টি মামলার এজাহার ভুক্ত আসামী সোহরাব। একটি মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী। বহুদিন যাবৎ পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমনের নেতৃত্বে ১০জনের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। পরে পৌর সভার ৬নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার এলাকার একটি ডোবা থেকে থেকে পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় মাদক আইনে ওই দিন আরও একটি মামলা হয়। এনিয়ে সে মোট ১১টি মামলার আসামী। 

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলাদেশ প্রকাশকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মাদক নিমুর্লে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। 

তিনি আরও বলেন, রবিবার(২৫জুন) সকালে সোহরাবকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।