Advertisement
আহসান,বরিশাল ব্যুরো
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় জেলা আ'লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীরলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মমিন টুলু, জেলা 'আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয়
লীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।উপজেলা আলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা কৃষকলীগ, জেলা ছাত্র লীগের নেতৃবৃন্দ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, এডভোকেট জুলফিকার আহমেদ, এডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ'লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, জেলা আ'লীগের নেত্রী অধ্যক্ষ শাফিয়া খাতুনসহ ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউ পি চেয়ারম্যানবৃন্দ।