lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৯ জুন, ২০২৩
Last Updated 2023-06-19T06:08:08Z
জেলার সংবাদ

বিচ্ছেদ নয়,চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী

Advertisement

আহসান,বরিশাল ব্যুরো

রবিবার (১৮ জুন, ২০২৩) ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে দৌলতখান থানা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সকল সহকর্মীদের স্মৃতিচারণে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। 

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় দৌলতখান থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে পুলিশ সুপার মহোদয় দৌলতখান থানার আঙ্গিনায় স্মৃতি সরূপ একটি জামরুল গাছের চারা রোপণ করেন।

এ সময় জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, জনাব পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, দৌলতখান, জনাব আলহাজ্ব মোঃ জাকির হোসেন তালুকদার, মেয়র, দৌলতখান পৌরসভা, জনাব মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ, দৌলতখান থানা, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ সহ দৌলতখান থানার সকল অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।