lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-23T14:31:56Z
জেলার সংবাদ

আমরা একসাথে কাজ করার স্মৃতিকে লালন করি

Advertisement

আহসান বরিশাল ব্যুরো 

বুধবার (২১ জুন, ২০২৩) জেলা পুলিশের আয়োজনে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলা -এর প্রায় দুই বছরের কর্মজীবনের স্মৃতিচারণ ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

স্মৃতিচারণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল অতিথিদের স্মৃতিচারণে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। তারা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় আমন্ত্রিত অতিথিগণ বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার স্মৃতিস্বরূপ সকল অতিথিদের তার নিজের সম্পাদিত 'মুক্তিযুদ্ধ ও ভোলা পুলিশ' নামক বই উপহার দেন। পরে অতিথি বৃন্দ নৈশভোজে অংশগ্রহণ করেন।

এ সময় জনাব এ এইচ এম মাহমুদুর রহমান, জেলা ও দায়রা জজ, ভোলা, জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা, জনাব আনোয়ারুল হক, বিচারক জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের, ভোলা, জনাব কেএম সফিকুজ্জামান, সিভিল সার্জন ভোলা, জনাব শরিফ মোঃ সানাউল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভোলা, জনাব এম হাবিবুর রহমান সভাপতি প্রেসক্লাব ভোলা, জনাব মোঃ শফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ ভোলা, জেলা প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ওলামা মাশায়েখগণ, সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।