lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-18T01:02:44Z
আইন ও অপরাধ

সাংবাদিক নাদিম হত্যায় মুল হোতা চেয়ারম্যান বাবু আটক

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি: 

 ৭১ টেলিভিশন ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর  জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৭ জুন শনিবার ভোরে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন  থেকে  তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ।জানা গেছে, বাবুর দূর সম্পর্কের চাচা   মমতাজ আলীর বাসায় আশ্রয়নেন চিলাহাটি ইউনিয়নের ৩ নং ওয়াডের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, চেয়ারম্যান বাবু  শুক্রবার সন্ধ্যার দিকে মমতাজের বাড়িতে ৩জন লোকসহ আসেন। শনিবার ভোরে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে নিয়ে যায়।  

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, ভোরে র‌্যাবের একটি দল চরতিস্তা পাড়ার একটি বাড়ি থেকে  চেয়ারম্যান  বাবুকে ধরে নিয়ে গেছে বলে  আমরা শুনেছি  তবে এ বিষয়ে র‌্যাব আমাদেরকে কিছু জানায় নি।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।