lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-23T02:48:33Z
মানববন্ধন

টেকনাফে মিথ্যা হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন

Advertisement


 মোঃমহিবুল্লাহ্ ভূঁইয়া, স্টাফ রিপোর্টারঃ-কক্সবাজার টেকনাফের নাজির পাড়ার আলোচিত শহীদ নুরুল হক ভুট্টো হত্যা মামলার বাদী ও সাক্ষী মোঃ আফছারকে রবিউল হাসান হত্যা মামলার আসামি করা হয়। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার (২১ জুন) দুপুর ২ টায় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজির পাড়ায় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন করা হয়।


মানববন্ধনে এলাকাবাসী বলেন, শহীদ নুরুল হক ভুট্টো হত্যা মামলা আপোষ না হওয়ায় আমাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইয়াবা সম্রাট একরাম। একরাম হচ্ছে নুরুল হক ভুট্টো হত্যার প্রধান আসামি। নিহত রবিউল হাসানের পরিবারকে প্রলোভিত করে দুই জনের নামে  মিথ্যা মামলা দেওয়া হয়।


 এলাকাবাসীর দাবি ইয়াবা সম্রাট একরামের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুললে তাদের পরিবারের উপরে দিন দুপুরে অত্যাচার চালায়। যেকারনে অনেকেই ভয়ে পালিয়ে বেড়ায়। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এই অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন এবং শহীদ নুরুল হক ভুট্টো হত্যার সাথে জড়িত প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। নুরুল ইসলাম নরু সহ মোঃ আফসারের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  মানববন্ধনে  এলাকাবাসী  এই ইয়াবা সম্রাটের খুঁটির জোর কোথায় প্রশ্ন করেন?


এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর, মোঃ আলম, জায়েদ হোসেন, মোহাম্মদ ইউনুস, সৈয়দ আলম, হামিদ হোসেন, নুরুল হক সহ নাজির পাড়া এলাকাবাসী। 

টেকনাফ মডেল থানার এস আাই সাহাদাৎ প্রতিবেদককে মুঠো ফোনে জানান নুরুল হক ভুট্টোকে হত্যা করা হয়েছে সত্য। এই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনা হবে।