lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-23T02:49:37Z
জেলার সংবাদ

ঝিকরগাছা ক্রিকেট একাডেমি পরিদর্শনে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল

Advertisement

জহিরুল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও শিক্ষা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ সংলগ্ন ক্রিকেট একাডেমি পরিদর্শনে আসেন। এ সময় তিনি ক্রিকেট একাডেমি পরিচালিত আলোকিতপথ নৈশ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। চলতি মৌসুমে ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর ছাত্র উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে নয়ন ইসলাম বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৭ দলে খেলার যোগ্যতা অর্জন করায় সাবেক এই ক্রিকেটার ঝিকরগাছা ক্রিকেট একাডেমির কর্মকর্তাদের অভিনন্দন জানান। নয়ন ইসলাম বর্তমানে ঢাকার সাভার বিকেএসপিতে আছেন। আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির উপদেষ্টা ডা. শওকত হায়দার, আমিনুল ইসলাম বুলবুলের পুত্র ক্রিকেটার মাহাদির ইসলাম, ক্রিকেট একাডেমী ও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি শাহানুর কবির হ্যাপি, সহ-সভাপতি আহম্মেদ রেজা সজীব, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান আলো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ক্রিকেট একাডেমীর কোচ হাবিবুল বাশার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুকুট, সদস্য গোলাম হোসেন প্রমুখ।