lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৮ জুন, ২০২৩
Last Updated 2023-06-18T04:00:16Z
দেশজুড়ে

চুয়াডাঙ্গার সন্তান মাসুদ রানা সাগরের বই প্রকাশিত হলো ভারতের কলকাতা থেকে

Advertisement

আবু বকর সিদ্দিক (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

লেখক মাসুদ রানা সাগর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের শেখ রবিউল হকের ছেলে। 

গতকাল ১৭ ই জুন কলকাতার নর্থ ২৪ পরগণার পরিচয় প্রকাশনী থেকে আনুষ্ঠানিকভাবে লেখক  মাসুদ রানা সাগরের দ্বিতীয় গ্রন্থ "যুবক! ইউ আর দ্যা গেমচেঞ্জার বইটি প্রকাশিত হয়। 

বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই ইতিমধ্যে  পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বইটি মূলত তরুণ প্রজন্মকে জ্ঞানী, সাহসী,কর্মঠ করে গড়ে তোলার বিষয়ে দারুণ ভূমিকা পালন করছে। দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভের পরে এবার পাশের দেশ ভারত থেকেও প্রকাশিত হলো লেখক মাসুদ রানা সাগরের দ্বিতীয় গ্রন্থ যুবক ইউ আর দ্যা গেম চেঞ্জার। 

লেখক মাসুদ রানা সাগর বলেন,তরুণ প্রজন্ম কে  ধ্বংসের দিক থেকে ফিরিয়ে আনতে জ্ঞানী , সাহসী  কর্মঠ করে তুলতে  বইটি ব্যাপক ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ও ব্যাক্ত করেন।

লেখকের এই বইটি সচেতন মহলে ব্যাপাক আলোড়ন সৃষ্টি করেছে।লেখকের বই দেশে ব্যাপক পরিস্থিতির পাশাপাশি  বিশ্বমঞ্চে জায়গা নিবে বলে  অসম্ভব গুনীজন আশাবাদ ব্যক্ত করেছেন।